কী ঘটেছিল?
খবর পাওয়া গিয়েছে, বাইক নিয়ে ওই দুষ্কৃতী সজোরে আঘাত করে হিরণ্ময় গোস্বামীর গাড়ির কাচে। তবে সেদিন চালকের তৎপরতায় সেখান থেকে কোনওমতে রক্ষা পান স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ। বৃহস্পতিবার শিলিগুড়ি ফিরেই লিখিত অভিযোগ জানান তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখিও হন স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ। সেখানে তিনি জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সমান তালে চলছে। সেখানেও যেমন হিন্দুরা সুরক্ষিত নন, তেমনই এপার বাংলাতেও হিন্দুদের উপর এই ধরনের প্রাণঘাতী আক্রমণ নেমে আসছে। ঘটনাটা শুধুমাত্র তাঁকে ভয় দেখানোর জন্য নয়, তাঁর প্রাণও চলে যেতে পারে এমন আশঙ্কাও করছেন তিনি। তিনি আরও জানান, কোচবিহার জেলাতেও তাঁকে বাইক বাহিনী তাড়া করেছিল। কোচবিহারে অনুষ্ঠান শেষে যখন তিনি শিলিগুড়ির উদ্দেশে যাত্রা করছিলেন সেই সময়ে জলপাইগুড়ি জেলার শাউডাঙ্গিতে তাঁর গাড়ির উপর হামলা চালায় বাইক আরোহী দুষ্কৃতী। তিনি নিজের প্রাণহানির আশঙ্কা করছেন। এর পরে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মরক্ষার দাবি জানাবেন বলেও জানিয়েছেন তিনি।