• মনোযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ, সরকারি স্কুলে খুদে পড়ুয়াদের দেওয়া হল খেলনা!
    প্রতিদিন | ০৩ জানুয়ারি ২০২৫
  • অভিষেক চৌধুরী, কালনা: পড়ুয়াদের স্কুলের প্রতি মনোযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ। কালনার জাহান্নগর প্রাথমিক বিদ্যালয়ে খুদেদের দেওয়া হল খেলনা। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পাল, সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক অমরেশ দেবনাথ প্রমুখ।

    স্কুল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ‘বই দিবস’কে কেন্দ্র করে নতুন ভর্তি হওয়া খুদে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের পছন্দমত বিভিন্ন ধরনের খেলনাও রেখে দেওয়া হয় স্কুলেই। পছন্দমত সেই খেলনা তারা বেছে নেয়। আর এতেই ভীষণ খুশি হয় খুদেরা। সেই আনন্দে পড়ার প্রতি আগ্রহও বাড়ে।

    প্রধান শিক্ষক অমরেশ দেবনাথ বলেন, “পড়ুয়াদের মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধূলারও প্রয়োজন রয়েছে। শিশুদের কাছে আকর্ষণীয় জিনিস হল খেলনা। সেই খেলনা দিয়েই স্কুলে নতুন ভর্তি হওয়া পড়ুয়াদের মন জয় করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য বিভিন্ন রকমের খেলনা দেওয়া হয়। তারা তাদের পছন্দমত তা তুলে নেয়। সেই সঙ্গে বইও তুলে দেওয়া হয়।” স্কুলের পক্ষ থেকে এদিন ভর্তি হওয়া নতুন ৪৪ জন পড়ুয়ার মায়েদেরও সংবর্ধনা দেওয়া হয়।
  • Link to this news (প্রতিদিন)