• ‘বাইক নিয়ে চলে গেল ওরা…’, কৌস্তভ বাগচির গাড়িতে 'হামলার ছক' বেলঘরিয়ায়
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • এবার বিজেপি নেতা কৌস্তভ বাগচির গাড়িতে হামলার ছক। তিনি পেশায় আইনজীবী। আদালতের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর গাড়িতে হামলা চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ। বেলঘরিয়ার রথতলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর গাড়ির উপর হামলার চেষ্টার অভিযোগ। এদিকে তাঁর দাবি তিনি গাড়ি নিয়ে আসছিলেন সেই সময় দুজন ব্যক্তি তাঁর গাড়ির উপর হামলা চালানোর ছক কষেছিল। এরপরই গাড়ি নিয়ে তিনি সোজা থানায় চলে যান। তবে তাঁর দাবি পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি প্রাথমিকভাবে। 

    এদিকে কৌস্তভের অনুমান ওই দুষ্কৃতীদের হাতে ধারালো অস্ত্র ছিল। তবে বাইক নিয়ে তারা চম্পট দেয়। সেকারণে তাদের ধরা যায়নি। তবে কৌস্তভের গাড়ির চালক ওই বাইক আরোহীদের ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের ধরা যায়নি। 

    কৌস্তভের দাবি ঘটনার পরেই তিনি বেলঘরিয়া থানায় চলে যান। কিন্তু পুলিশকে গোটা বিষয়টি বলার পরেও পুলিশ অভিযোগ নিতে চায়নি প্রাথমিকভাবে। 

    এদিকে ফেসবুকেও লেখা হয়েছে কামারহাটিতে কৌস্তভ বাগচির উপর প্রাণঘাতী হামলা। 

    এদিকে ঘটনার পরেই নানা মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর এনিয়ে আপাতত একটা জেনারেল ডায়েরি করা হয়েছে বলে খবর। রথতলায় গাড়িটি সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময় হামলার চেষ্টার অভিযোগ। কৌস্তভের অভিযোগ, তাঁর উপর প্রাণঘাতী হামলার ছক ছিল। শুভেন্দু অধিকারীকে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)