• বর্ষবরণের রাতে যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • বর্ষবরণের রাতে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। ঘটনা বিধাননগরের মহিষবাথান এলাকার। নিহত যুবক সুব্রত মাঝি খাবার ডেলিভারি করতেন। বৃহস্পতিবার সকালে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয়। কে বা কারা সুব্রতকে ডেকে নিয়ে গেল তা জানতে তাঁর মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

    নিহত যুবকের পরিবার জানিয়েছে, ১ জানুয়ারি জন্মদিন ছিল উদয়ন পল্লির বাসিন্দা সুব্রতর। তার আগে ৩১ ডিসেম্বর রাত ১০টা নাগাদ তাঁকে ফোন করে ডাকে এক বন্ধু। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সুব্রত। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে। রাতেই খোঁজ শুরু করেন পরিজনরা। কিন্তু কোনও ফল হয়নি। ভোরে পরিবারের সদস্যরা জানতে পারেন স্থানীয় এক যুবক সুব্রতকে এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে সুব্রতকে বাড়িতে নিয়ে আসেন তাঁরা। বাড়িতে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখান থেকে আরজি করে।

    স্থানীয়দের সূত্রে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাতে এলাকারই একটি মাঠে ছিল সুব্রত। ঘটনার তদন্তে নেমে সেই মাঠ ঘিরে রেখেছে পুলিশ। তদন্তকারীদের বিধাননগর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে থাকতে পারে সুব্রতর।

    তবে এই তত্ত্ব মানতে চাননি পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে ১ যুবককে গ্রেফতার করেছে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)