• ‘কোনও ঘটনা ঘটলেই পুলিশকে, মন্ত্রীকে গালাগালি দিয়ে কতবার দায় ঝাড়বেন মমতা?’
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • মালদায় দিনে দুপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশকে প্রকাশ্যে তীব্র ভর্ৎসনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের অপদার্থতাতেই দুলাল সরকার নামে ওই তৃণমূল নেতা খুন হয়েছেন বলে নবান্নে এক প্রকাশ্য প্রশাসনিক বৈঠকে বলেছেন তিনি। ওদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, একে তাকে ধমক দিয়ে নিজের দায় ঝাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেশের অযোগ্যতম মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে দিলীপবাবুর প্রশ্ন, ‘তাহলে আপনি আছেন কী করতে?’

    এদিন দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আপনি পুলিশ বিভাগটাকে ছেড়ে দিন। আপনি স্বাস্থ্যটাকে সর্বনাশ করে দিয়েছেন। ৬টা দফতর আপনার হাতে আছে। প্রত্যেকটায় সমীক্ষা করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে এর থেকে অযোগ্য অসফল মুখ্যমন্ত্রী কোথাও নেই। তাই পুলিশ বিভাগটা আপনি ছাড়ুন। বাংলার পুলিশে অনেকের এখনও মেরুদণ্ড আছে। তারা ঠিক পশ্চিমবঙ্গের মানুষের প্রাণের সুরক্ষা দেবে। আর আপনি যতদিন মাথায় থাকবেন সেই সম্ভাবনা নেই।’

    এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নিজের পিঠ বাঁচানোর অভিযোগ তোলেন দিলীপবাবু। তিনি বলেন, ‘মালদায় নিহত তৃণমূল নেতা প্রাণের আশঙ্কার কথা জানালেও কেন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এটা তো আমাদের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন করছেন কেন? উনি তো পুলিশমন্ত্রী। জবাব তো ওনাকে দিতে হবে। অন্য রাজ্যের দুষ্কৃতী - উগ্রপন্থীরা এরাজ্যে এসে আশ্রয় নিচ্ছে। লজ্জা করে না আপনার। আপনি জামাত, আল কায়েদা, সিমিকে সুরক্ষা দেন। সারা ভারতবর্ষ থেকে তাড়া খেয়ে অপরাধীরা এখানে আসে। কেন আসে? কোনও ঘটনা ঘটলে পুলিশকে, মন্ত্রীকে একে তাকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করা আপনার কাজ। নইলে কেন্দ্রীয় সরকারকে গালাগালি দেন। আপনি আছেনটা কী জন্য? ১৩ বছর কাটিয়ে দিলেন। আপনার অর্জন কী? সমস্ত কিছু গড্ডালিকায় যাচ্ছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)