• কারা বিরোধীদের ‘সরকারি ইনফরমেশন’ পাঠিয়ে দেন? বড় ইঙ্গিত দিলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • নানা সময়ে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন কিছু সরকারি নথিকে তুলে ধরেন যে হতবাক হয়ে যান অনেকে। প্রশ্ন ওঠে তিনি এই সব সরকারি নথি কোথা থেকে পান? সরকারি অফিসের অন্দরে কি রয়েছে শুভেন্দুর লোকজন? তাঁরাই কি নানা সরকারি নির্দেশের কপি সরবরাহ করেন বিরোধীদের? 

    তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না উল্লেখ করলেও কারা বিরোধীদের তথ্য় সরবরাহ করেন তারই একটা ইঙ্গিত দেন তিনি। 

    মমতা বলেন, টাকাটা জনগনের জন্য খরচ করার। নিজেদের আনন্দ করার জন্য় নয়। আমি অনেক সময় লক্ষ্য করেছি। ভোটার লিস্ট কি ডিএমরা চেক করেন? এইগুলো কিন্তু আমরা এক্সেপশনাল কেস হিসাবে দেখছি। যারা কম্পিউটারে কাজ করেন তাঁদের মধ্যে বেশিরভাগ বিরোধীদের ইনফরমেশন দেয়। ডিএমরা নিজেদের মতো করে লোক নেয়। এসপিরা নিজেদের মতো করে কাজ চালায়। কাঁচা রাস্তাতেও আলুর লরি চলে যাচ্ছে। কোথায় গেল আপনাদের নাকা চেকিং। এটা বললাম বলে সাধারণ মানুষকে বিরক্ত করবেন না। এটা বললাম বলে কিছু নিয়ে কাউকে ছেড়ে দেবেন না। কেউ যদি মনে করেন এসপি হয়ে এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য কিছুতে তাহলে তাঁকে এসপি হতে হবে না। ডিএমদেরও দেখতে হবে। নির্দেশ মুখ্য়মন্ত্রীর। 

    অনৈতিক খেলা বন্ধের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে। সেখানে সরকারি কর্মীদেরও সতর্ক করে দেন মমতা। তিনি বলেন, জানুয়ারি থেকে জুন এটা কাজের সময়। আগামী বছরের প্ল্যান এখন করুন। যাতে এপ্রিলের মাসের প্রথমেই ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। ২০২৫ সালের সব স্কিমের টাকা ৩১শে ডিসেম্বরের মধ্যে যেন হয়ে যায় সেটা দেখতে হবে। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

    কার্যত একের পর এক ক্ষেত্রে তিনি একাধিক মন্ত্রীকেও নিশানা করেন। 

    তাঁকে না জানিয়ে প্রাথমিকে সেমেস্টারের কথা ঘোষণা করা হয়েছে এই অভিযোগ তোলেন তিনি। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। 

    ‘আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো আগে জেনে গেল। এটা হবে না। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল, বাচ্চাগুলোর ভার কমাতে হবে, তাদের ব্যাগে ভার কমাতে। আর ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই। এমনিতেই পড়াশোনার ভার বেশি। ওই টুকু বাচ্চা কথা বলতে পারে না। টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার বলতে পারে না। তাদের আবার সেমেস্টার। একটা ওয়ানের বাচ্চা কি সেমেস্টার দেবে? টু এর বাচ্চা কি সেমেস্টার দেবে? কলেজে যেটা চলে সেটা স্কুলে চলে না। স্কুলে এগুলো হয় না। স্কুলে যা প্রথা চলছে সেটা চলবে। এডুকেশনের ব্যাপারে কোথাও কোনও পলিসি নিলে আমাদের জানাতে হবে তারপর সংবাদমাধ্যমে।’ বলেন মমতা। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)