নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কনকনে শীতের গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রীর হাতের রান্না নাও জুটতে পারে। খালি পেটে থাকতে হতে পারে সারা রাত। তাই গৃহস্থর বাড়িতে চুরি করতে এসে ঝুঁকি নিল না চোরের দল। বড়নীলপুর উত্তরপাড়ায় একটি বাড়িতে চুরি করতে এসে রান্না করে ভূরিভোজ সারল তারা। মেনুতে ছিল ভাত, ডিমের ঝোল আর সব্জি। জমিয়ে খাওয়ার পর বাড়ি থেকে সোনার গয়না, নগদ কয়েক হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়। যাওয়ার সময় তারা বাড়িতে থাকা একটি স্কুটিও নিয়ে যায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বড়নীলপুর উত্তরপাড়ার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা রয়েছে। আলমারির লকও ভাঙা। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়িতে থাকা সোনার গয়না, টাকা দেখতে না পেয়ে তাঁদের মাথায় হাত পড়ে। পরিবারের কর্তা রেলে কাজ করেন। কাঞ্চননগরে তাঁর শ্বশুরবাড়ি। তাঁরা সেখানেই গিয়েছিলেন। পরিবারের সদস্যরা বলেন, আত্মীয়র বাড়িতে যাওয়ার আগে আমরা সব বাসন ধুয়ে রেখে গিয়েছিলাম। এসে দেখি বেসিনে এঁটো বাসন পড়ে রয়েছে। ফ্রিজে থাকা ডিম, সব্জিও নেই। তাতেই নিশ্চিত হয়ে যাই চোরের দল রান্না করেছে। তারা খাওয়ার পরই বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই পরিবারটির বাড়ি না ফেরার খবর দুষ্কৃতীদের কাছে ছিল। সেই কারণেই তারা আরাম করে খাওয়া-দাওয়ার পর চুরি করেছে। দুষ্কৃতীদের মধ্যে কেউ ওই পরিবারের পরিচিত থাকতে পারে। বর্ধমান থানার পুলিস জানিয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে একটি স্কুটি নিয়ে গিয়েছে। এক পুলিস আধিকারিক বলেন, বাড়ি ফাঁকা করে কেউ ঘুরতে গেলে থানায় জানানোর জন্য বলা হয়েছে। কিন্তু সেটা কেউ করে না। দুষ্কৃতীরা সেই সুযোগ কাজে লাগাচ্ছে। কে বাড়ি ফাঁকা রেখে যাচ্ছে সে খবর তাদের কাছে আগাম পৌঁছে যাচ্ছে। সেই কারণে শীতের রাতে চুরি করতে এসে তারা জমিয়ে খাওয়া-দাওয়া করতে ভুলছে না।