সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ও স্কুলের সামনে আধুনিক স্পিডব্রেকার বসানো হল। ট্রাফিক পুলিসের তরফে কালো-হলুদ রঙের এই স্পিডব্রেকার বসানো হয়েছে। ফলে দূর থেকেই গাড়ি চালকরা স্পিডব্রেকার দেখতে পাবেন। বৃহস্পতিবার ঢপওয়ালি মোড়, মালঞ্চপাড়া, নবদ্বীপ বালিকা বিদ্যালয়, তারাসুন্দরী গার্লস হাইস্কুল ও আর সি বি সারস্বত মন্দির বিদ্যালয় লাগোয়া বাঁধ রোডে স্পিডব্রেকার বসানো হয়।
ট্রাফিক পুলিসের আধিকারিক সত্যানন্দ পাত্র বলেন, মোটরবাইক ও অন্য গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্যই এই স্পিডব্রেকার বসানো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই শহরে অনেককে বেপরোয়া গতিতে বাইক ছোটাতে দেখা যায়। এর জেরে অনেকসময়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ঢপওয়ালির মোড়ের কাছে প্রচণ্ড জোরে চলা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল। এরপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় স্পিডব্রেকার বসানোর দাবি উঠেছিল। তাই নবদ্বীপ ট্রাফিক গার্ডের তরফে স্পিডব্রেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দিনে আরও বেশ কিছু জায়গায় আধুনিক স্পিডব্রেকার বসানো হবে।