• রাজস্থানে ট্যাপের জল খেয়ে মৃত ২ অসুস্থ ৩৯ শিশু সহ ৭৮জন
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২২
  • জয়পুর:  গ্রামের পাইপলাইন থেকে জল খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল দু’জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩৯ শিশু সহ ৭৮জন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের কারৌলির একটি গ্রামে। প্রত্যেকে গ্রামের পাইপলাইন থেকে জল খেয়েই অসুস্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে। মৃত দু’জনের মধ্যে একজন ৭৮ বছরের এক বৃদ্ধ। অপরজন ১২ বছর বয়সী এক বালক। কিন্তু কী কারণে আচমকাই এতটা বিষাক্ত হয়ে উঠল পাইপলাইনের জল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রত্যেক ৬ মাস অন্তর পাইপলাইন পরিষ্কার করানোর নিয়ম রয়েছে।  কিন্তু দীর্ঘ ৮ মাস পাইপলাইনের কোনও সাফাই হয়নি। সেই কারণেই পানীয় জল সরবরাহের লাইন দূষিত হয়ে যায় বলে অনুমান।  তবে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।  কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। খুব তাড়াতাড়ি তাঁরা বিষয়টি খতিয়ে দেকে সরকারকে রিপোর্ট দেবেন বলে জানানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে জলের সাপ্লাই লাইনটি প্রায় ৪০ বছরের পুরনো। বিভিন্ন জায়গায় সেই লাইন খুব দ্রুত পরিবর্তন করার কাজ শুরু হবে। তবে অনেকেই অবৈধভাবে পাম্প বসিয়ে জল তোলায় মূল সাপ্লাই লাইনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।  তাই জলপ্রবাহ আটকে গিয়ে এই ধরনের ঘটনা ঘটার সম্ভবনাও বেড়ে যাচ্ছে বলে দাবি প্রশাসনের।
  • Link to this news (বর্তমান)