সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল(৪৫)। তাঁর বাড়ি জলঙ্গির হুঁকাহারা এলাকায়। বুধবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরেই বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে পাশের পাড়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে হেঁটে ফেরার সময় পিছন থেকে আসা একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন তিনি। জখম হন বাইকের চালকও। স্থানীয়রা তড়িঘড়ি এসে তাঁদের উদ্ধার করে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দু’জনকেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে গেলে রঞ্জিতবাবুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাইক চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।