• ছয়ঘড়ি পঞ্চায়েত দখল নিল তৃণমূল
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাম-কংগ্রেস জোটের দখলে থাকা ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। কংগ্রেসের প্রধান আব্দুস সামাদ ও সিপিএমের উপপ্রধান রুহুল শেখসহ সাতজন সদস্য তৃণমূলে যোগদান করলেন। এদিন বহরমপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যা জুলি খাতুনও তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ আবু তাহের খান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ও বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলসহ অন্যান্যরা। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৪টি। নির্বাচনে তৃণমূল আটটি আসনে জয়লাভ করেছিল। এদিন সাতজন বাম ও কংগ্রেস সদস্য শাসক দলে যোগ দেন। এখন তৃণমূলের মোট সদস্য হল ১৫জন। ফলে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।  বিধায়ক বলেন, এই পঞ্চায়েত বিরোধীদের দখলে থাকলেও, আজ থেকে এই পঞ্চায়েত তৃণমূলের। বহরমপুরের কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম বলেন, তৃণমূল কখনই জনমতকে গুরুত্ব দেয় না। তারা এই নির্বাচন প্রক্রিয়াকে মানে না। মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল। কিন্তু আমাদের সদস্যদের ভয় এবং প্রলোভন দেখিয়ে ওরা পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়েছে। 
  • Link to this news (বর্তমান)