সংবাদদাতা, কান্দি: ইংরেজি বছরের নতুন দিনেই ফের সালারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন চার যুবক। বুধবার রাত ১০টা নাগাদের ওই ঘটনা কান্দি সালার রাজ্য সড়কের সালারের পেট্রোলপাম্প এলাকায়। পরে সেখানে সালার থানার পুলিস পৌঁছে জখমদের উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। পুলিস বাইক দুটিকে আটক করেছে।
বাসিন্দারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় মিঠুন হাজরা নামের এক বাইক আরোহীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে ফের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মিঠুনের বাড়ি সালার থানার রাইগ্রামে। এক প্রত্যক্ষদর্শী বলেন, এদিন রাত ১০টা নাগাদ রাস্তা কুয়াশায় ঢেকে ছিল। সেইসময় শালিন্দা গ্রামের দিক থেকে একটি বাইকে তিন যুবক সালারের দিকে আসছিলেন। রাইগ্রামের যুবকও বাড়ি ফিরছিলেন। কিন্তু কিছু বুঝে উঠার আগেই একেবারে রাস্তার মাঝখানে বাইক দুটির মধ্যে সংঘর্ষ বাধে। তাতে নুর মহম্মদ, সাহিন শেখ ও সাদিকুল ইসলাম সহ চারজন জখম হয়। । তাদের প্রত্যেকের বাড়ি সালারে।
প্রসঙ্গত, এই দুর্ঘটনার আগে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে সালার কাগ্রাম রাস্তায় দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন জখম ও একজনের মৃত্যু হয়েছে।