• সিনিয়র ও জুনিয়র লিগের দু’টি খেলায় জয়ী সবুজ সঙ্ঘ সেবা সমিতি
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামের দু’টি মাঠে সিনিয়র ফাস্ট ডিভিশন ক্রিকেট লিগে দু’টি খেলা ছিল। একটি খেলায় আহিরণ স্পোর্টস অ্যাকাডেমিকে ১৫১ রানে হারাল নেতাজি কুঞ্জ লালগোলা। স্টেডিয়ামে দ্বিতীয় গ্রাউন্ডে কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমিকে ছয় উইকেটে হারাল খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি। একই দিনে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগেও খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি জয়ী হয়েছে। আরকেএনসিএ দলকে তারা নয় উইকেটে হারিয়েছে।

    এদিন স্টেডিয়ামের প্রথম গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে নেতাজি কুঞ্জ নির্ধারিত ৪৫ ওভারে চার উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে। নেতাজি কুঞ্জের অয়ন দাস ৫৭ বলে ৯৬ রান করেন। নেতাজি কুঞ্জের অপর খেলোয়াড় সুমন সরকার ৬৬ বলে ৮১ রান করেন। জয়ের জন্য ৩০৫ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৩০ সব উইকেট হারিয়ে ওভারে ১৫৩ করে আহিরণ। এদিনই সিনিয়র ডিভিশনের অপর খেলায় প্রথমে ব্যাট করে কাশিমবাজার ৩৬ ওভারে ১০ উইকেট হারিতে ১৭৪ রান করে। এরপর খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করে। অনূর্ধ্ব-১৩ লিগেও খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। সবুজ সঙ্ঘের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরকেএনসিএর কোনও খেলোয়াড়। মাত্র ৫৮ রানে তারা ১০ উইকেট হারায়। ব্যাট করতে নেমে খাগড়া সবুজ সঙ্ঘ মাত্র আট ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। লিগের দু’টি খেলায় এদিন জয় আসায় উচ্ছ্বসিত খাগড়া সবুজ সঙ্ঘের সমর্থকরা। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এদিন বহরমপুর স্টেডিয়াম ক্রিকেট ভক্তদের ভিড়ে গিজগিজ করছিল।
  • Link to this news (বর্তমান)