• জঙ্গিপুর মহকুমার অনেক স্কুলেই আসেনি পঞ্চম শ্রেণির নতুন বই
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর মহকুমার অধিকাংশ প্রাথমিক স্কুলেই এখনও এসে পৌঁছয়নি পঞ্চম শ্রেণির নতুন বইখাতা। ফলে স্টুডেন্ট উইকের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ২ জানুয়ারি ‘বুক ডে’ পালন করতে পারল না পঞ্চম শ্রেণির পড়ুয়ারা। এদিন খালি হাতেই ফিরতে হয় তাঁদের। কবে থেকে ক্লাস চালু হবে তা নিয়েও ধন্দে শিক্ষকরাও। তবে শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই সমস্ত স্কুলে বই পৌঁছে যাবে। বই হাতে না পাওয়ায় এদিন অন্য শ্রেণির পড়ুয়াদের সঙ্গে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা প্রতিকী বই দিবস পালন করে।

    জানা গিয়েছে, নতুন শিক্ষাবর্ষে ফরাক্কা চক্রের ১৮টি প্রাথমিক স্কুলকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। কিন্তু নতুন বই এসে না পৌঁছনোয় সদ্য পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা খালি হাতে বাড়ি ফেরে। যদিও শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সমস্ত শ্রেণির ছাত্রছাত্রীদের বই বিতরণ করেই বই দিবস পালন করতে হয়। ছাত্র সপ্তাহ পালনের মাধ্যমেই যথারীতি পঠনপাঠন শুরু হওয়ার কথা। সূতি-১ ও ২ চক্রের ২৯ ও ৩৪ উন্নীত স্কুলেও বই এসে পৌঁছয়নি। সূতি চক্রের বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত বলেন, হাইস্কুলগুলোতে বই পৌঁছে গিয়েছে। পঞ্চম শ্রেণিতে উন্নীত হওয়া নতুন স্কুলগুলোতে সেটা সম্ভব হয়নি। তবে দু’-একদিনের মধ্যেই এসে যাবে। সামশেরগঞ্জের ধুলিয়ান চক্রের ৩৮টি স্কুলেও বই আসেনি। ধুলিয়ান চক্রের স্কুল পরিদর্শক হুসনেয়ারা খাতুন বলেন, কয়েকটি স্কুলে বইয়ের সমস্যা রয়েছে। কোন স্কুলে কতগুলো বই প্রয়োজন সেই তালিকা এসে না পৌঁছনোয় একটু সমস্যা হয়েছে। রঘুনাথগঞ্জ পূর্ব চক্রে ৩২টি স্কুলকে পঞ্চম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। অধিকাংশ স্কুলেই বই পৌঁছে গিয়েছে। স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস বলেন, স্কুলগুলিকে গত ডিসেম্বর মাসের মাঝামাঝি হঠাৎ করেই উন্নীত করা হয়। ফলে এই সমস্যার কথা অনুমান করেই আগে থেকেই স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেই মতো স্কুলগুলোতে বই পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও স্কুলে দু’-পাচটা বই কম পড়লে সেগুলো শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, একটা সমস্যা যে হবে, তা আগে উপলব্ধি করেছিলাম। তাই আগে থেকে তৎপর হওয়ায় সমস্যা এড়ানো সম্ভব হয়েছে।
  • Link to this news (বর্তমান)