স্কুলে ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়ায় উত্তেজনা করিমপুরে
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, করিমপুর: নতুন ক্লাসে ভর্তিতে বাড়তি টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়াল। করিমপুর-২ ব্লকের নতিডাঙা অমিয় স্মৃতি বিদ্যালয়ে বেশি টাকা নিয়ে কম টাকার রসিদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন আগে বিষয়টি স্কুলে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ফের ভর্তি প্রক্রিয়ায় বাড়তি টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
করিমপুর নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সামস আফরোজ বলেন, ওই স্কুলের অনেক অভিভাবক আমাকে ও জেলা পরিদর্শককে বিষয়টি জানিয়েছেন। প্রধান শিক্ষককে ভর্তির সময় বাড়তি টাকা না নিতে বলা হয়েছে।
স্কুলের এক পড়ুয়ার অভিভাবক তথা শোভরাজপুরের বাসিন্দা মেহেরুল শেখ বলেন, ২৬ ডিসেম্বর থেকে নতুন ক্লাসে ভর্তি শুরু হয়েছে। এবছর আমার ছেলে নবম শ্রেণিতে উঠল। ভর্তির জন্য মোট ৩৫০টাকা নিয়ে ২৪০ টাকার রসিদ দেওয়া হচ্ছে। এর আগে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তখন স্কুল থেকে আমাদের বলা হয়, ভর্তির জন্য বাড়তি টাকা নেওয়া হবে না। কিন্তু এদিন ভর্তি হওয়ার সময়ও বেশি টাকা নেওয়া হয়। তার জেরেই অভিভাবকরা বিক্ষোভ দেখান।
অপর অভিভাবক সাবিনা বিবি বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে পড়াশোনা করে। স্বামীর ছোট্ট চায়ের দোকানের উপর নির্ভর করে সংসারের পাশাপাশি ছেলেমেয়ের পড়াশোনা চালাতে হয়। এতে এমনিতেই খুব কষ্ট হয়। তবে এখন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, পোশাক, ব্যাগ, জুতো, ট্যাবও দিচ্ছেন। যে কারণে বহু গরিব পরিবারের ছেলেমেয়ে পড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হলে অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার বড় মেয়ে নবম ও ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে এবছর মোট সাতশো টাকা নিয়েছে। অথচ ৪৮০ টাকার রসিদ দিয়েছে।