• বিষ্ণুপুরে দুই পিকনিক পার্টির মারপিট, ধৃত ৪
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: খাবার কেড়ে নেওয়া নিয়ে বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামে দুই পিকনিক পার্টির সদস্যদের মধ্যে মারপিট বাধে। তা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অশান্তি থামাতে গেলে পুলিসকেও হেনস্তা করা হয়। ঘটনায় চার যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অজয় বাউরি, সন্ন্যাসী বাউরি, সুজয় বাউরি ও মৃত্যুঞ্জয় বাউরি। তাদের প্রত্যেকেরই বাড়ি অযোধ্যা গ্রামের নামোপাড়ায়। পুলিস জানিয়েছে, ধৃতরা মদ্যপ অবস্থায় মারপিটে জড়িয়ে পড়েছিল। থামাতে গেলে ধৃতরা পুলিসের উপর চড়াও হয়। পুলিসকে হেনস্তা করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ১ জানুয়ারি উপলক্ষে অযোধ্যা গ্রামের মুরলিগঞ্জ ডিহিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ১০-১২টি দল পিকনিক করতে আসে। একইভাবে অযোধ্যা গ্রামের নামোপাড়া থেকে দু’টি দল সেখানে যায়।
  • Link to this news (বর্তমান)