• নতুন বছরের শুরুতে চোপড়ার হাপতিয়াগছে ইকো পার্কের উদ্বোধন
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: নতুন বছরে পিকনিকের মরশুমে হাপতিয়াগছে উদ্বোধন হল ইকো ট্যুরিজম পার্কের। চোপড়ার বিডিও সমীর মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য সিরাজুল ইসলাম, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আবিনা টুডুকে সঙ্গে নিয়ে পার্কটির উদ্বোধন করলেন বিধায়ক হামিদুল রহমান। 

    মহানন্দার তীরে এই পর্যটন কেন্দ্র তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। ২০২৪ এর  শুরুতে পার্কের কাজের শিলান্যাস হয়। পঞ্চায়েত থেকে পিকনিক স্পট সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পার্ক গড়তে মোট ৪০ লক্ষ টাকা খরচ করা হয়। ইতিমধ্যে পার্কের মধ্যে পানীয় জল, শৌচালয় বানানো হয়েছে। চার পাশে সীমানা প্রাচীর, আলো সহ শিশুদের বিভিন্ন খেলনা বসানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন জানান, সকলের সহযোগিতায়  ইকো পার্কটি গড়ে তোলা সম্ভব হয়েছে। পরবর্তী ধাপে সুইমিং পুলের কাজ ধরা হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে হাপতিয়াগছে মহানন্দার পাড়ে পিকনিক স্পটে প্রতিবছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অনেকেই পিকনিক করতে আসেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে পিকনিক স্পটটি সাজিয়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন। প্রশাসন পিকনিক স্পটের পাশে ইকো পার্কটি তৈরি করল। এতে আরও বেশি মানুষ হাপতিয়াগছে পিকনিক করতে আসবেন বলে আশা স্থানীয়দের। পঞ্চায়েত প্রধান বলেন, বহু প্রতীক্ষিত ইকো ট্যুরিজম পার্কের এদিন যাত্রা শুরু হল। পার্কে প্রবেশের মূল্য ১০ টাকা। স্থানীয়দের বক্তব্য, এলাকায় পার্ক উদ্বোধন হলেও রাস্তায় সমস্যা রয়েই গিয়েছে। ট্যুরিজম পার্কে ঢোকার রাস্তার প্রায় ৫০০ মিটার অংশ বেহাল। উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধায়ক বলেন, বিধায়ক তহবিল থেকে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। ধাপে ধাপে পার্কের বাকি কাজ করা হবে।  ইকো পার্কের উদ্বোধন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)