• ৭৫ বছরে রাজগঞ্জের মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • পবিত্র রায়, রাজগঞ্জ: রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ৭৫ বছরে পা দিল। স্কুলের প্ল্যাটিনাম জুবিলিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে শুরু হল মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান। বছরের প্রথমে দু’দিনের অনুষ্ঠান ঘিরে ক’দিন ধরেই চলছিল প্রস্তুতি। এদিন বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে বছরভর কর্মসূচি শুরু করা হল। সারা বছরই নানান অনুষ্ঠান হবে। 

    বৃহস্পতির বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন,  রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, স্কুলের প্রধান শিক্ষক ভূপেন্দ্রনাথ রায়, স্কুল পরিচলন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক,  তপন রায় প্রমুখ। স্কুলের পক্ষ থেকে ট্যাবলা সাজিয়ে শোভাযাত্রা করা হয়। এদিকে, স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তনী পড়ুয়ারাদের নিয়েও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, তাদের স্কুল থেকে অতীতে অনেক ফুটবলার তৈরি হয়েছে। যাঁরা বর্তমানে কলকাতার বিভিন্ন ক্লাবে খেলছেন। ওই ফুটবলারদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। 

    প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত রাজগঞ্জের এমএলএ খগেশ্বর রায় বলেন, স্কুলের বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা নজর কেড়েছে। এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে ভালো লাগছে। স্কুল পরিচলন সমিতির সভাপতি শেখ ওমর ফারুক বলেন, আমরা তিল তিল করে স্কুলটি গড়েছি। রাজগঞ্জ ব্লকে অন্যতম নামী স্কুল এটি। গুটি গুলি পায়ে এগিয়ে আজ ৭৫ বছরে পড়ল। বিগত দিনে স্কুল গড়েছে অনেক ফুটবলার। তাঁদের নিয়ে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। আশা করছি, আগামী দিনে আমরা সুনামের সঙ্গে আরও এগিয়ে যাব।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)