• নতুন প্রধান পেল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: নতুন বছরে নতুন প্রধান পেল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি নতুন পঞ্চায়েত অফিস উদ্বোধনে এসে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ বলেছিলেন নতুন বছরের শুরুতেই নতুন প্রধান উপহার পাবেন লোয়ার বাগডোগরাবাসী। বৃহস্পতিবার প্রধান পদে বসানো হল মমতা বর্মনকে। 

    ২০২২ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে নির্বাচনে জয়ের পর লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বীথি দাস তালুকদার। তবে একবছর পরই তিনি সরকারি চাকরি পেয়ে বাইরে চলে যান। এরপর থেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ প্রধানের দায়িত্ব পালন করছিলেন। তবে গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন স্থায়ী প্রধান না থাকায় নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল পঞ্চায়েত কর্তৃপক্ষকে। এবার নতুন ভবনের পর নতুন বছরে নতুন প্রধান করা হল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ভুজিয়াপানির পঞ্চায়েত সদস্যা মমতা বর্মনকে। ভুজিয়াপানি থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি। 

    প্রধানের দায়িত্ব গ্রহণ করে তিনি জানান, তাঁর প্রথম কাজই হবে গ্রামের অসম্পূর্ণ কাজগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা। তিনি বলেন, ২১টি সংসদ রয়েছে লোয়ার বাগডোগরায়। আমি সব জায়গা চিনি না। আগে সমস্ত এলাকায় যাব, সকলের সঙ্গে কথা বলব। সাধারণ মানুষের সমস্যার কথা শুনব। মানুষকে পরিষেবা দেওয়াই মূল কাজ হবে। 
  • Link to this news (বর্তমান)