তপনে ধান বিক্রির ১৩ দিন পরেও টাকা না পেয়ে বিক্ষোভ কৃষকদের
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, তপন: সরকারি ক্রয়কেন্দ্রে ধান দেওয়ার ১৩ দিন পরেও টাকা না পাওয়ায় তপন ব্লকের রামপুরের সুহরী কর্মতীর্থে বিক্ষোভ দেখালেন কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে কৃষকরা অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর কেন্দ্রে প্রায় ৫৪ জন কৃষক ধান দিয়েছিলেন। তাদের মোবাইলে মেসেজ আসে ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় কৃষকরা সুহরি কেন্দ্রে যোগাযোগ করেন। তাঁদের কয়েকদিনের সময় দিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়। এভাবে তিনবার তাঁদের সময় দেওয়ার পরেও টাকা না মেলায় এদিন কর্মতীর্থে বিক্ষোভ দেখান ভুক্তভোগী কৃষকরা। দ্রুত টাকা না দিলে কর্মতীর্থে তালা ঝুলিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। মালাহারের ধান বিক্রেতা মোকসেদ মণ্ডল বলেন, বাকিতে সার কিনে গম ও সর্ষে রোপণ করেছি। দোকানদার টাকার জন্য চাপ দিচ্ছেন। গত ২০ ডিসেম্বর সহায়ক মূল্যে ধান বিক্রি করেছি। টাকা না ঢোকায় ধার শোধ করতে পারছি না। প্রচণ্ড চাপে পড়েই কর্মতীর্থে এসেছি। মালাহারের আরেক কৃষক বিকাশ বর্মনের কথায়, আমাদের তিনবার সময় দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত টাকা ঢোকেনি। উর্দ্ধতন কর্তৃপক্ষ এসে সমস্যার সমাধান না করলে আমরা কর্মতীর্থে তালা ঝুলিয়ে দেব। রামপুর কর্মতীর্থের ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টর এমডি তাহাজোত আলম বলেন, ২০ ডিসেম্বর যারা ধান দিয়েছিলেন, টেকনিক্যাল সমস্যার কারণে তাঁদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে ওই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ধান বিক্রির রসিদ হাতে কৃষকদের বিক্ষোভ।-নিজস্ব চিত্র