দিনহাটা মহকুমায় দ্বিতীয় দমকল কেন্দ্রের দাবি জোরালো হচ্ছে
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটা মহকুমায় দ্বিতীয় দমকল কেন্দ্র গড়ার দাবি নতুন নয়। প্রতিবার ভোট এলে নতুন একটি দমকল কেন্দ্র গড়ার দাবি ওঠে শাসক-বিরোধী সব তরফেই। কেননা, দিনহাটা মহকুমায় থাকা ৩৩টি গ্রাম পঞ্চয়েত এলাকার দশ লক্ষাধিক বাসিন্দার একমাত্র ভরসা দিনহাটা শহরে থাকা মহকুমায় একমাত্র দমকল কেন্দ্রটি। ফলে মহকুমায় ওই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিংবা কোনও দুর্ঘটনা হলে ৩০-৩৫ কিমি দূরে থাকা দমকল কেন্দ্রের উপরেই ভরসা করতে হয়।
দীর্ঘ রাস্তা পেরিয়ে দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে অনেকে দেরি হয়ে যায়। ফলে অনেকে ক্ষেত্রেই দুর্ঘটনায় আহতদের স্থানীয় গাড়িতে করে হাসপাতালে পৌঁছতে হয়। সেজন্য দিনহাটা মহকুমায় দ্বিতীয় একটি দমকল স্থাপনের দাবি দীর্ঘদিনের। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও একাধিকবার প্রশাসনের কাছে দমকল কেন্দ্র স্থাপনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে মহকুমায়বাসীর সেই দাবি এবার পূরণ হতে পারে।
প্রশাসন সূত্রে খবর, সিতাই বিডিও অফিসের পাশে একটি জমি দমকল কেন্দ্র করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে হস্তান্তর করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী বিধানসভা ভোটের আগেই ওই দমকল কেন্দ্র গড়ার কাজ শুরু হতে পরে। সিতাইয়ের বাসিন্দা সমর রায়, প্রশান্ত বর্মন প্রমুখ বলেন, আগে সিতাইতে কোনও অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে ৫৫ কিমি দূরে থাকা মাথাভাঙার দমকল কেন্দ্র থেকে গাড়ি আসত। তবে গোসানিমারির কাছে মানসাই নদীতে সেতু হওয়ার পর দিনহাটা থেকে দমকলের গাড়ি আসছে। ওই দমকল কেন্দ্র থেকে সিতাই বাজারের দূরত্ব প্রায় ২৫ কিমি। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল কর্মীরা আসতে আসতেই আগুনে সব শেষ হয়ে যায়। এখানে দমকল কেন্দ্র হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, দীর্ঘদিন ধরেই মহকুমায় দ্বিতীয় দমকল কেন্দ্রের দাবি আমরা করে আসছি। এবার যদি দমকল কেন্দ্র পাওয়া যায় তবে সেটা সকলের পক্ষেই ভালো হবে। সিতাইয়ের বাসিন্দা কোচবিহারের এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, সিতাইয়ের মানুষের দীর্ঘদিনের দাবি এখানে একটি দমকল কেন্দ্র হোক। ইতিমধ্যেই বিডিও অফিসের পাশেই একটি জমি দমকল কেন্দ্র গড়ার জন্য হস্তান্তর হয়েছে। এখানে ফায়ার স্টেশন হলে সিতাই সহ আশপাশের এলাকার মানুষ উপকৃত হবে।