• ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরে হাওয়া সক্রিয়। যার জেরে নতুন বছরের শুরুতেই ঠান্ডায় কাঁপছে উত্তববঙ্গ। কোচবিহার ও আলিপুরদুয়ার,  জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বৃহস্পতিবার রোদের তেজ ছিলই না। বিকেলের পর ঠান্ডার কামড় আরও বাড়ে। যা শরীরে কাঁপন ধরিয়ে দেয়। এজন্য কেউ আগুন জ্বালিয়ে, আবার কেউ রুম হিটার চালিয়ে গা, হাত, পা গরম করেন। এদিন ভোরে কোচবিহার ছিল ঘন কুয়াশার চাদরে ডাকা। বেলা বৃদ্ধির পর সূর্যের দেখা মেলে। কিন্তু রোদের তেজ ছিল না। আকাশ ছিল ঘোলাটে ও কুয়াশাচ্ছন্ন। সঙ্গে দিনভর কনকনে উত্তুরে হাওয়া। এরজেরেই শীতের দাপট বেড়েছে। যাঁরা রাস্তায় বেরিয়েছেন রাতে তাঁদের শরীরে সোয়েটার, মাথায় টুপি, হাতে ও পায়ে ছিল মোজা। বিকেলে কার্যত গোটা উত্তরবঙ্গ শীতে জবুথবু হয়ে পড়ে। শহরে চপ, সিঙ্গারা ও চায়ের দোকানের উনুনের সামনে জটলা পাকান বাসিন্দারা। অনেকে ঘরে রুম হটার চালান। গ্রামের দিকে পাতা ও কাঠ জ্বালিয়ে গা, হাত, পা গরম করেন অনেকে।

    বাসিন্দারা বলেন, মাঝে কয়েক দিনে রোদের দাপট বেড়েছিল। রোদে দাঁড়ানো যাচ্ছিল না। মনে হচ্ছিল শীত চলে গিয়েছে। কিন্তু আবার শীতের দাপট বেড়েছে। বিকেলের পর থেকে হাত, পা যেন বরফ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাইকেল, বাইক চালানোর সময় ব্যাপক ঠান্ডা লাগছে। শীতবস্ত্র দিয়ে হাত, পা সহ গোটা শরীর ঢেকেও সামাল দেওয়া যাচ্ছে না। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, পশ্চিমীঝঞ্ঝার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আর দু’দিনের মধ্যে এটা কেটে যাবে। তবে মঙ্গলবার থেকে ফের শীত পড়বে।
  • Link to this news (বর্তমান)