• ‘প্রাথমিকে সেমেস্টার চালু হবে না’
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা হওয়ার পর এক সপ্তাহ না গড়াতেই বাতিল হচ্ছে প্রাথমিক স্তরের সেমেস্টার পদ্ধতি এবং ক্রেডিট সিস্টেম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আর বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের তুলোধোনা করে তা বাতিলের নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, তাঁর মত না নিয়েই এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। সরকার চায় প্রাথমিকের পড়ুয়াদের বোঝা কমাতে। এই ব্যবস্থায় উল্টে চাপ বেড়ে যাবে।

    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেশ কড়াভাবেই সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রাথমিক স্তরে সেমেস্টার! ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। তবে শিক্ষায় যদি কোনও কোনও নয়া নীতি আনা হয়, তবে আগে আমাদের জানাতে হবে।’ ব্রাত্য উত্তরে বলেন, ‘কাগজ দেখে আমিও পরশু সচিবের সঙ্গে কথা বলেছি। আপনি সম্মতি দিলে নোটিফিকেশন হবে।’ এতে আরও খেপে যান মুখ্যমন্ত্রী। কাগজে আগে এই খবর বেরল কেন, তা জানতে চান। বলেন, ‘আমি কিছু শুনতে চাই না। মানুষের কাছে বার্তা চলে গিয়েছে। ওটা কিন্তু হবে না। চারজন বিশেষজ্ঞ মিলে সিদ্ধান্ত নিলেন আর হয়ে গেল! আমি চাই বাচ্চাদের বোঝা কমাতে, ব্যাগের ওজন কমাতে। ওরা টুইঙ্কল টুইঙ্কল বলতে পারে না, সেমেস্টার দেবে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে এটা শুরু হয়ে গিয়েছে। তারা অভ্যস্ত। স্কুলে তা চলবে না।’ এতে অনেকে ভাবতে শুরু করেন, তাহলে কি উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠে গেল?

    দমদম মেলার উদ্বোধনে গিয়ে শিক্ষামন্ত্রী অবশ্য জানান, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার চালু মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমেই হয়েছিল। তবে, প্রাথমিক নিয়ে কোনও নোটিফিকেশন হয়নি। পর্ষদ শিক্ষাদপ্তরের কাছে পাঠিয়েছিল। শিক্ষাদপ্তর মুখ্যসচিবের কাছে পাঠায়। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, প্রাথমিকে সেমেস্টার চালুর অনুমোদন আপাতত দিচ্ছেন না। এটা হচ্ছে না। ব্যস, এরপরে এটা নিয়ে আর আলোচনা বা বিতর্কের জায়গা নেই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পর্ষদ তাহলে কীভাবে এই ঘোষণা করল! সূত্রের খবর, পর্ষদের কাছে শিক্ষাদপ্তরের অর্ডার ছিল। মুখ্যমন্ত্রীর সম্মতি রয়েছে ধরে নিয়েই তা ঘোষণা করা হয়। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
  • Link to this news (বর্তমান)