রাজ্য খাদ্যদপ্তরে নিয়োগ দুর্নীতি নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের খাদ্য উপ পরিদর্শক পদে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আইজি সিআইডি বা ডিএসপি পদমর্যাদার কোনও আধিকারিককে দিয়ে এই মামলার তদন্ত করতে হবে। এই নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্ব ছিল মালদহের চাঁচল থানার হাতে। কিন্তু সেই পুলিসি তদন্তে অসন্তুষ্ট আদালত তদন্তভার দিয়েছে সিআইডিকে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, তদন্তকারী সংস্থা প্রয়োজনে আবেদনকারীকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্তের রিপোর্ট জমা করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। এই মামলায় অন্যতম অভিযুক্ত পরিমল কুণ্ডু আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, এই নিয়োগ পরীক্ষায় অংশ না-নেওয়া এক ব্যক্তিকে নিয়োগ পাইয়ে দিতে তাঁর কাছে টাকা দাবি করেন পরিমল। উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার আয়োজন করে থাকে। মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহ পর।