দ্রুত কাজ সারতে এবার টেন্ডার প্রক্রিয়া বদলের নির্দেশ
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উন্নয়নমূলক কাজে গতি আনতে টেন্ডার ডাকার প্রক্রিয়া পরিবর্তন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অনলাইনে ই-টেন্ডার বাধ্যতামূলক থাকার ফলে সমস্যা তৈরি হচ্ছে। ই-টেন্ডার ঘিরে মাফিয়া চক্র তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, অনলাইনের পাশাপাশি অফলাইনে টেন্ডার ডাকার প্রক্রিয়া থাকা উচিত। ঠিকাদারদের যোগ্যতা ও কাজের মান ভালোভাবে খতিয়ে দেখা হোক। শুধুমাত্র কম ‘রেট’ দিয়ে টেন্ডার ধরে কাজ পাবে এটা যেন না হয়। ভালো উদ্দেশ্যে টেন্ডার ডাকা হলেও কিছু ‘মাফিয়া’ কম রেটে কাজ নিয়ে সরকারি নির্দেশের অপব্যবহার করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেন, ধুবুলিয়া ও ভাঙড়ে দু’টি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ার জন্য টেন্ডারের মাধ্যমে কাজ না করার ফলে প্রকল্প দুটির রূপায়ণ থমকে গিয়েছে।
এদিনের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে টেন্ডার সংক্রান্ত সমস্যাটি প্রথমে তোলেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। যে টাকার কাজ তার থেকে ২৫-৩০ শতাংশ কম রেট দিয়ে টেন্ডার পাওয়ার পর কাজ না করে অনেক ঠিকাদার সরে যাচ্ছেন। সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, হুগলিতে সম্প্রতি একটি কাজ ৬২ শতাংশ কম রেটে নেওয়া হয়েছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও কম রেটে কাজ করার সমস্যা কথা বলেন। এব্যাপারে জরিমানা নেওয়ার সুযোগ না থাকায় ঠিকাদারদের টাকা জমা রাখার কোনও ব্যবস্থা অর্থদপ্তর চালু করতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়।