‘উৎসশ্রী’ খোলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল আদালত
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষাদপ্তরের নির্দেশে বন্ধ রয়েছে শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত পোর্টাল উৎসশ্রী। এবার ওই পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। পোর্টাল খোলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
অপরূপা পাঠক নামে এক শিক্ষিকা বদলি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর আবেদন জানান তিনি, কিন্তু তা এখনও কার্যকর করা হয়নি। অপরূপা নদীয়া থেকে উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। দীর্ঘদিনেও সুরাহা না-পেয়ে তিনি হাইকোর্টে এসেছেন। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি ভট্টাচার্য উৎসশ্রী পোর্টালের বর্তমান অবস্থা জানতে চান। এই পোর্টাল খোলার ব্যাপারে রাজ্যের অবস্থানও জানতে চেয়েছেন তিনি। শিক্ষক বদলির মামলায় আগামী ২১ জানুয়ারির মধ্যে রাজ্যকে ওই রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।