নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তমলুকে সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। ওই মামলাটি দায়েরের অনুমতি চেয়ে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন মামনি জানা। বিচারপতি মামলাটি দায়েরের অনুমতিও দিয়েছেন। আজ, শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। মামলাকারীর দাবি, গত ৮ ডিসেম্বর তমলুকের সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের তদন্ত করছে পুলিস। কিন্তু যেহেতু এটি একটি বিস্ফোরণের ঘটনা, তাই এক্ষেত্রে এনআই তদন্ত হওয়া প্রয়োজন।