নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১৯৫১ সালের ২ জানুয়ারি মধ্যমগ্রামের ন’জন মানুষের ১০০ টাকা করে চাঁদায় তৈরি হয় মধ্যমগ্রাম হাই স্কুল। ৭৫ তম জন্মদিনে বৃহস্পতিবার মধ্যমগ্রাম হাইস্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, স্কুলটির প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ প্রমুখ। প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা হয়। শিক্ষামন্ত্রী স্কুলের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক সূচনা করেন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পঠন-পাঠনের পাশাপাশি সাতবার সুব্রত কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই স্কুল। তাছাড়া ১৯৭৮ ও ’৮৯ সালে রানার্স আপ হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পঠনপাঠনে এই স্কুলের যথেষ্ট গৌরব আছে। তাছাড়া ফুটবলে নাম রয়েছে। আশা করি আগামী দিনে স্কুলের নাম আরও ছড়িয়ে পড়বে।