• রায়পুর থেকে চড়িয়ালের বেহাল রাস্তা, প্রায়শই বিকল হচ্ছে গাড়ি
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: সাতগাছিয়া ও বজবজ বিধানসভা কেন্দ্রে যাওয়া যায়। এছাড়া একাধিক গ্রাম পঞ্চায়েতে যাওয়ার জন্যও গুরুত্বপূর্ণ বাখরাহাটের রায়পুর থেকে বিড়লাপুর হয়ে বজবজের চড়িয়াল মোড় পর্যন্ত রাস্তা। সারাদিনে অগুনতি পণ্যবাহী গাড়ির পাশাপাশি অটো থেকে মোটরবাইক ও চারচাকার প্রাইভেট গাড়ি চলে। কিন্ত এই সড়কের বেহাল অবস্থার জন্য গাড়িচালক ও নিত্যযাত্রীরা উদ্বেগে থাকেন। অটোচালকদের কথায়, রাস্তা এতটাই ভেঙে গিয়েছে যে, দু’তিন দিন অন্তর গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে। আর সেটা ঠিক করতে খরচ হয়ে যাচ্ছে তিন থেকে চারদিনের রোজগারের টাকা।

    ওই পথে নিত্যযাত্রীদের একজন মিতালি সরকার। তাঁর কথায়, আমার একটি ছোট চারচাকার গাড়ি আছে। কর্মসূত্রে রোজ এই সড়ক ধরে চড়িয়াল থেকে রায়পুর যেতে হয়। এক সপ্তাহ আগেই রাস্তার মাঝে ভাঙা অংশ থেকে বেরিয়ে থাকা ঝামা ইটের সঙ্গে সামনের চাকার ধাক্কা লাগে। তাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। এরপর টানা এক সপ্তাহ গাড়ি চালানো যায়নি। রায়পুর থেকে চড়িয়াল মোড় পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটারের বেশি এই সড়ক গত তিন বছর ধরে বেহাল হয়ে আছে। অধিকাংশ 

    ক্ষেত্রেই পিচ উঠে নীচের ঝামা ইট বেরিয়ে এসেছে। মাটির তলার অংশ দেখা যাচ্ছে।

    এই অঞ্চলের একটি স্কুলের শিক্ষিকা বলেন, বেহাল রাস্তার জন্য শয়ে শয়ে পড়ুয়ার খুব অসুবিধা হচ্ছে। রাস্তার খানাখন্দে পড়ুয়াদের সাইকেল পড়ে দুর্ঘটনা ঘটছে। শিক্ষিকার কথায়, এই সড়কের উপর বাখরাহাট, চকমাণিক, সাউথ এবং নর্থ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি স্কুল এবং তিনটি বড় বাজার আছে। রাস্তার এই দুর্দশার জন্য সকলকেই খুব সমস্যায় পড়তে হচ্ছে।

    জেলা পরিষদের সদস্য শেখ বাপি বলেন, নভেম্বর মাসে এই অঞ্চলের বিবিরহাট রায়পুর হয়ে চড়িয়াল ছাড়াও আরও কয়েকটি রাস্তা সংস্কারের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বলছি। সাংসদ আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখা হবে। যতটা জানতে পেরেছি তাঁর তৎপরতায় পূর্তদপ্তর এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই একটি রাস্তার কাজ শুরুও হয়েছে। 
  • Link to this news (বর্তমান)