• বসিরহাটে শচীনের নামে চালু ক্রিকেট অ্যাকাডেমি
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট থেকে উঠে এসেছেন দীপেন্দু বিশ্বাস সহ একাধিক ফুটবলার। এবার ক্রিকেট নিয়েও নতুন স্বপ্ন দেখাচ্ছে বসিরহাট পুরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর মিত্রের উদ্যোগে উদ্বোধন হল শচীন তেন্ডুলকারের নামে ক্রিকেট অ্যাকাডেমি। বৃহস্পতিবার বিকেলে অভিযাত্রী সংঘের মাঠে ফিতে কেটে তার উদ্বোধন করেন থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উদ্দীপন মুখোপাধ্যায় (কোচ ও ক্রিকেটার), গৌতম রঘুবংশী (মুম্বই রঞ্জি দলের ক্রিকেটার), তপন মাইতি (কোচ ও মোহনবাগান ফুটবল টিমের প্রাক্তন প্লেয়ার), বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার প্রমুখ।

    কাউন্সিলর ভাস্কর মিত্র বলেন, আমরা চাই বসিরহাট থেকে যেমন ফুটবলাররা উঠে এসেছেন, ঠিক তেমনি ক্রিকেটাররাও এসে বসিরহাটের নাম উজ্জ্বল করুন। বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এবার ক্রিকেট নিয়ে ভাবনা। এই ভাবনা আরও বড় হোক, বসিরহাট থেকে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসুন।
  • Link to this news (বর্তমান)