নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বনগাঁ আদালতে শুরু হল ই‑কোর্ট ফি জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা। এদিন এই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারীর এজলাসে প্রথম এই ব্যবস্থা লাগু হয়। আদালত সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার বাসিন্দা এক দম্পতির বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক মামলায় অভিযোগকারিণীর স্বামীর এদিন হাজিরা ছিল। সেখানে মামলার বিষয়ে একটি পিটিশনে কোর্ট ফি-র বদলে আর্থিক মূল্য অনলাইনে জমা দেওয়া হয়। এই নয়া ব্যবস্থা চালু নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারক। এনিয়ে আদালত কর্মীদের একাংশের বক্তব্য, এই ব্যবস্থা চালুর ফলে একদিকে যেমন দালালরাজ ঠেকানো সম্ভব হবে, অন্যদিকে, বিচারপ্রার্থীদের সময়ও অনেকটা বাঁচবে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটি দ্রুত মেটানোও সম্ভব হবে। এদিকে, প্রবীণ কৌঁসুলিদের একাংশের কথায়, নতুন ব্যবস্থাকে স্বাগত। তবে পুরনো ব্যবস্থাও চালু রাখা দরকার। কারণ এ নয়া ব্যবস্থায় অনেকেই সড়গড় নন।