নিজস্ব প্রতিনিধি, বারাসত: বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ধনঞ্জয় দাস (৩৫)। ২০১৯ সালে গোবরডাঙার এক মহিলার সঙ্গে বিয়ে হয় ধনঞ্জয়ের। পরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। চলছিল বিবাহ বিচ্ছেদের মামলা। কিন্তু, ধনঞ্জয় দালতে হাজিরা দিচ্ছিলেন না। অবশেষে, কোর্টের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিস।