• ৯ মাসের মাথায় ৩ ইঞ্জিনিয়ারের সাসপেনশন প্রত্যাহার পুরসভার
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মাণ ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিল্ডিং বিভাগের তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল কলকাতা পুরসভা। এবার তাঁদের সাসপেনশন তুলে নেওয়া হল। পুরসভা সূত্রে খবর, বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাদিত্য পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত ঘোষ এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভম ভট্টাচার্যকে কাজে ফেরানো হচ্ছে। প্রায় ন’মাসের মাথায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তাঁদের সাসপেনশন তোলা হয়েছে। 

    গত বছরের ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়েছিল। ঘটনার তদন্তে উঠে আসে, বাড়িটি বেআইনিভাবে বানানো হচ্ছিল। এই ঘটনায় পুরসভা প্রথমে তিন বিভিন্ন পদমর্যাদার ইঞ্জিনিয়ারকে শো-কজ করে। পরে এপ্রিল মাসের মাঝামাঝি তাঁদের সাসপেন্ড করে। অবশেষে সদ্য শেষ হওয়া বছরের শেষদিনে তাঁদের সাসপেনশন তুলে নেওয়ার নির্দেশিকা জারি করেন পুর কমিশনার। এ প্রসঙ্গে পুরসভার এক শীর্ষকর্তা বলেন, ওই ঘটনার তদন্ত চলাকালীন যাতে অভিযুক্ত ইঞ্জিনিয়াররা কোনও প্রভাব খাটাতে না পারেন, তাই তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। তদন্তের জন্য যা যা প্রমাণ হাতে আসার দরকার ছিল, তা জোগাড় হয়েছে। এখন তদন্ত প্রভাবিত করার কোনও সুযোগ নেই। তাই ইঞ্জিনিয়ারদের কাজে ফেরানো হচ্ছে। পাশাপাশি, আদালতের তরফেও তাঁদের কাজে ফেরানো নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে এই তিন ইঞ্জিনিয়ারকে তাঁদের পুরনো বিভাগ অর্থাৎ বিল্ডিং বিভাগে পোস্টিং দেওয়া হবে না বলেই খবর। তাঁদের অন্য কোনও বিভাগে কাজ করানো হবে।
  • Link to this news (বর্তমান)