নিজস্ব প্রতিনিধি, বারাসত: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ফতেমা বিবি (৩৫) নামে ওই বধূ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসতের কাজিপাড়া এলাকায়। এনিয়ে আক্রান্তের পরিবারের তরফে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত স্বামী আব্দুল জলিল পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
বারাসত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাজিপাড়ার বাসিন্দা আব্দুল জলিল। বুধবার রাতে খাবার পর স্বামী-স্ত্রীর মধ্যে একদফা অশান্তি হয়। এদিন সকালে ফের শুরু হয় অশান্তি। তার মধ্যেই ফতেমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন আব্দুল। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফতেমা। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে। পরে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিস। তবে ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়ে যান আব্দুল জলিল। ফতেমার ভাই জাফর আলি বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছে দিদির আঘাত গুরুতর। চিকিৎসকরা ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন।