• গভীর রাতে শোলে-র দৃশ্য, ‘ব্যর্থ প্রেমিক'-কে নীচে নামাতে হিমশিম দমকল ও পুলিশ
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৫
  • বৃহস্পতিবার গভীর রাতে মেদিনীপুর শহরে টানটান উত্তেজনা! ঠিক যেন শোলের সেই দৃশ্য। ‘বাসন্তী’ (হেমা মালিনী)-কে বিয়ে করতে তার মাসিকে রাজি করাতে মদের বোতল হাতে ‘বীরু’ (ধর্মেন্দ্র) চড়েছিলেন গ্রামের জলের ট্যাঙ্কের মাথায়। বৃহস্পতিবার শীতের রাতে হিন্দি সিনেমার ‘মোস্ট আইকনিক’ দৃশ্যের পুনরাবৃত্তি দেখল মেদিনীপুর শহর।

    রাত ১১টা নাগাদ মেদিনীপুরের মহতাবপুর এলাকায় নবনির্মিত জলের ট্যাঙ্কে (আম্রুত প্রকল্পের)-র উপরে উঠে পড়েন বছর ২৭-এর তরুণ। স্থানীয়দের দাবি, স্থানীয় এক তরুণী তাঁর প্রেম প্রত্যাখান করার জন্যই নাকি এই কাণ্ড বাধান তিনি।

    কী ভাবে ওই তরুণকে নীচে নামানো যায় তা ভেবে রীতিমতো কালঘাম ছোটে স্থানীয় বাসিন্দাদের। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। ওই তরুণকে নামানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। যুবককে বুঝিয়ে নীচে নামানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু কোনও মতেই সেই ‘টং’ থেকে মাটিতে পা রাখতে নারাজ ছিলেন ‘ব্যর্থ প্রেমিক’।

    তাঁর দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত তিনি যাঁকে ভালোবাসেন সেই তরুণী আসেন, ততক্ষণ তিনি নীচে নামবেন না। বাধ্য হয়ে পুলিশকেও ছলনার আশ্রয় নিতে হয়। যুবককে জানানো হয়, তাঁর প্রেমিকা এসেছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই নাটক চলার পর প্রেমিকা এসেছেন শুনে রাত সাড়ে ১২টা নাগাদ নীচে নামেন ওই তরুণ।

    শীতের রাতে ‘ব্যর্থ প্রেমিক’-এর এই কাণ্ডে রীতিমতো ঘেমে নেয়ে একাকার হয়ে যান দমকল এবং পুলিশ কর্মীরা। ওই যুবকের মানসিক স্বাস্থ্য ঠিক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও।

  • Link to this news (এই সময়)