• গল্ফগ্রিনে গড়ে ওঠেনি নিকাশি ব্যবস্থা, সরব কাউন্সিলারই
    এই সময় | ০৩ জানুয়ারি ২০২৫
  • এই সময়: দক্ষিণের অন্যতম অভিজাত পাড়া গল্ফগ্রিনে আজও গড়ে ওঠেনি কোনও নিকাশি ব্যবস্থা। অভিযোগ খোদ স্থানীয় কাউন্সিলারেরই। তিনি বিষয়টি কলকাতা পুরসভার দৃষ্টি আকর্ষণ করেন। পুরসভার তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে পড়ে গল্ফগ্রিন। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার তপন দাশগুপ্ত বলেন, ‘গল্ফগ্রিনের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রতি দিন মানুষের অভিযোগ শুনতে হয়। তাই পুর আধিকারিকদের নজরে এনেছি বিষয়টি।’ বাম আমলে পশ্চিমবঙ্গ আবাসন পর্ষদের অধীনে প্রায় ৪৯ একর জমিতে গড়ে ওঠে গল্ফগ্রিনের আবাসিক এলাকা।

    এখানে বসবাস করেন ১৫ হাজার মানুষ। এখানে যেমন একের পর এক ফ্ল্যাট রয়েছে, তেমনই অনেকে ব্যক্তিগত জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছেন দীর্ঘদিন। তবুও বছরের পর বছর এই এলাকার নিকাশি সমস্যার বিষয়টি অবহেলিতই থেকে গিয়েছে বলে অভিযোগ।

    স্থানীয়দের বক্তব্য, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় বৃষ্টি হলেই গল্ফগ্রিনের ভিতেরর লিঙ্ক রোডগুলি জলমগ্ন হয়ে পড়ে। সহজে জল সরতে চায় না। জমা জল ঠেলেই বাসিন্দারা যাতায়াত করতে বাধ্য হন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় নিকাশি উন্নয়নের কাজ আবাসন পর্ষদ করবে না পুরসভা, তা নিয়ে দীর্ঘদিনের টানাপড়েন রয়েছে।

  • Link to this news (এই সময়)