আজকাল ওয়েবডেস্ক: এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। অভিযোগ কোলিয়ারির তাড়া খেয়ে পালাতে গিয়ে ঘটেছে এই ঘটনা। শুক্রবার ভোর চারটে নাগাদ আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংগলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে প্রায় ১২০–১৩০ ফুট গভীর খনিগহ্বরে পড়ে গেছে ওই যুবক। বছর ৩৮ এর যুবকের বাড়ি আসানসোলের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ায়। পড়ে যাওয়া যুবক ভীষম রায়কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধারের কাজে রয়েছে কোলিয়ারির রেসকিউ টিম ও দমকল বাহিনী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ।
যেহেতু এলাকাটি খুবই বিপদজনক ও গভীর খাদ রয়েছে এবং তাতে সম্ভবত বিষাক্ত গ্যাস রয়েছে, সে কারণেই দমকল বিভাগ থেকে শুরু করে কোলিয়ারির রেসকিউ টিম ও স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
জানা গেছে প্রায় ১২০ থেক ১৩০ ফুট গভীর রয়েছে ওই পরিত্যক্ত অবৈধ কয়লা খাদানটি। স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধারের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে আসেন রানিগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রানিগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব। তাঁর দাবি, এই খাদগুলো কোলিয়ারি কর্তৃপক্ষ যদি বন্ধ করে দিত তাহলে এই ঘটনা ঘটত না। পাশাপাশি সিআইএসএফ বা কোলিয়ারি নিরাপত্তারক্ষীরা কেন ওই যুবককে তাড়া করতে গেল সেই প্রশ্নও তুলেছেন তিনি। ঘটনাস্থলে আসেন কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাজি সহ আরও অনেকে। সবাই যুবকের দ্রুত উদ্ধারের দাবি করেছেন।