নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ধ্রুব শীল তাক লাগালেন পরিবেশবান্ধব এবং হাইটেক টুপি তৈরি করে। বাঁশের ছাল, তালপাতা দিয়ে তৈরি এই টুপিটিতে রয়েছে সোলার প্যানেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। তার মাধ্যমে ঘুরবে ছোট একটি পাখা। সঙ্গে রয়েছে একটি ওয়াকিটকি সিস্টেম যার সীমা প্রায় ছ’কিলোমিটার। রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম এবং এসওএস বা বিপদ সঙ্কেত পাঠানোর ব্যবস্থাও। কৃষক বা শ্রমিকদের জন্য এই টুপি বিশেষ কার্যকরী হবে বলে মনে করছেন ধ্রুব। একই সঙ্গে আরাম এবং নিরাপত্তা দেবে এই টুপি।