কলকাতায় জমাটি শীতের আমেজ, স্বাভাবিকের তুলনায় নীচে সর্বনিম্ন তাপমাত্রা
বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারির শুরু থেকেই কলকাতায় শীতের আমেজ বেশ ভালোই টের পাচ্ছে শহরবাসী। তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের তুলনায় সামান্য নীচে। বেশিরভাগ দিনই সকাল থেকে চলছে উত্তুরে হাওয়া। আজ, শুক্রবার সকালে কলকাতার আকাশ রয়েছে পরিষ্কার। তাই ঠান্ডা জাঁকিয়ে পড়তে আপাতত কোনও বাধা নেই। যদিও সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২২ ও ১৩ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, এরইমধ্যে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে পাহাড়ে তাপমাত্রা নামতে পারে ৪-৫ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ রয়েছে ১০ ডিগ্রির নীচে। আগামী শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। এরপর কয়েকদিনের জন্য কলকাতা তথা দক্ষিণবঙ্গের জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।