স্থানীয় বাসিন্দা বুলবুল পান্ডের দাবি দীর্ঘদিন ধরে বলেও এই সমস্যার সমাধান হয়নি। খুবই সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে পিন্টু রক্ষিত নামে আর একজন স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েক মাস ধরেই এই এলাকায় নোংরা, পোকা যুক্ত জল সরবরাহ হচ্ছে। পাইপ ফেটে ড্রেনের জল মিশছে পানীয় জলের পাইপে। সেই জল কেউ ব্যবহার করতে পারছেন না। স্থানীয় বাসিন্দা জয়ন্তী পান্ডে বলেন অনেকেই অন্য ওয়ার্ড থেকে জল নিয়ে আসছেন, আবার কেউ কেউ জল কিনে খাচ্ছেন ।
গোটা বিষয়টি পৌরসভায় জানানো হয়েছে। কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি ফলে অত্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষর পক্ষ থেকে এলাকাবাসীদের জানানো হয় পাইপ লাইনের সমস্যার জন্য এই জল নোংরা বেরোচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কবে স্বচ্ছ পানীয় জল পান ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।