ফুটবল তুলতে গিয়ে খালে তলিয়ে গেলেন যুবক! রাত পেরলেও মেলেনি হদিশ, প্রশ্নে পুলিশের ভূমিকা
প্রতিদিন | ০৩ জানুয়ারি ২০২৫
বিধান নস্কর, বিধাননগর: খেলতে খেলতে ফুটবল পড়ে গিয়েছিল খালে। তা তুলে যাওয়াই হল কাল। খালে তলিয়ে গেলেন যুবক। ঘটনার পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনও তাঁর হদিশ মেলেনি বলেই খবর। পরিবারের অভিযোগ, পুলিশের তল্লাশিতে গাফিলতি রয়েছে। খবর দেওয়ার দীর্ঘক্ষণ পর তল্লাশিকারী দল আসে। তাঁদের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম।
জানা গিয়েছে, মধ্যমগ্রামের দিয়ারা এলাকার বাসিন্দা ঋষভ কুণ্ডু নামে ওই যুবক। বৃহস্পতিবার বিকেলে এলাকায় ফুটবল খেলছিলেন তিনি। আচমকাই বল গিয়ে পড়ে খালে। তুলতে গিয়ে তলিয়ে যান যুবক। বিষয়টি নজরে পড়তেই জানানো হয় মধ্যমগ্রাম ও রাজারহাট থানায়। ওই এলাকা কোন থানা এলাকার আওতায় তা নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে দুই থানার আধিকারিকরাই ঘটনাস্থলে যান। পরে পাঠানো হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশিতেও দেখা মেলেনি যুবকের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ক্ষোভ জমতে থাকে যুবকের পরিবার ও স্থানীয়দের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হদিশ মেলেনি ওই যুবকের।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবকের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে আসেনি। প্রথমে যে ডুবুরিদের নামানো হয়েছিল তাঁরা সঠিকভাবে কাজ করেনি বলেও অভিযোগ করা হয়েছে।