লক্ষ্য দেউচা-পাঁচামির দ্রুত বাস্তবায়ন, বীরভূমে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি...
আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বৈঠকে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কাউন্সিলর থকে মন্ত্রী, আমলা, সকলকে কড়া বার্তা দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন দেউচা পাঁচামি প্রসঙ্গে। ঠিক তার পরের দিনই, অর্থাৎ শুক্রবার বীরভূমে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বোলপুরে পৌঁছে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার জন্যই কথা বলতে গিয়েছেন তাঁরা।
২ জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে দেউচা-পাঁচামি প্রকল্পের কাজে ধীরগতি এবং জমি অধিগ্রহণে খামখেয়ালিপনার জন্য জেলা শাসক বিধান রায়কে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জমি অধিগ্রহণ সুষ্ঠভাবে হয়নি এবং প্রকল্পের কাজ অনেকটাই থমকে গেছে।
তারপরেই মুখ্যসচিব, রাজ্যপুলিশের ডিজি-সহ উচ্চস্তরের প্রশাসনিক কর্তাদের বীরভূম সফর। মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির দপ্তরের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পিডিসিএল-এর সচিব পিবি সেলিম, জেলা শাসক বিধান রায়, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এবং অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি প্রকল্প দেউচা-পাঁচামির জন্য এখনও বহু মানুষ জমি দিতে অস্বীকার করছেন। যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানেও জমির সঠিক মূল্য ও চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বহু আদিবাসী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিন বৈঠকের আগে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করব এবং স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সফর’