• সাদা থানের ‘সন্ত্রাস’! তৃণমূল নেতার বাড়ির সামনে রাখা অন্ত্যেষ্টি ক্রিয়ার সামগ্রী, হুমকি পোস্টার ...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতে ফিরে এল সাদা থানের 'সন্ত্রাস'।  তৃণমূল সদস্যের বাড়ির সামনে হুমকি পোস্টার, গুলি এবং অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। তারপর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যর  তরফে কোনও লিখিত অভিযোগ থানায় দায়ের হয়নি। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদা মধুপুর পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখ গত বেশ কয়েক বছর ধরে গঙ্গাধারী এলাকায় থাকেন। শুক্রবার সকালে নিজের পুরনো বাড়িতে যাওয়ার সময় তিনি দেখতে পান বাড়ির সামনে কেউ বা কারা একটি বুলেট, থান কাপড়, ধূপ, সাবান, আতর-সহ অন্ত্যেষ্টির জন্য ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এবং কয়েকটি হুমকি পোস্টার রেখে গিয়েছে। 

    ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হওয়া কয়েকটি পোস্টারে তার ছবি রয়েছে এবং একটি পোস্টারে লাল কালি দিয়ে মনিরুলের ছবি কেটে দিয়ে  তার উপর লেখা রয়েছে বেশকিছু ধর্মীয় লাইন। মনিরুল শেখ বলেন, 'আমার বাবা গত ২০-২৫ বছর সক্রিয় রাজনীর সঙ্গে জড়িত। আমিও গত দুটি 'টার্মে' পঞ্চায়েতের সদস্য। আগে কখনও এমন ঘটনার সম্মুখীন হইনি আমরা। '

    তিনি জানান, ঘটনার পর থেকে আমি আতঙ্কে রয়েছেন। গোটা ঘটনাটি ইতিমধ্যে মৌখিকভাবে নওদা থানার পুলিশকে জানিয়েছেন বলেও জানান তিনি। পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। তবে তাঁর ধারণা, রাজনীতির কারণেই এই হুমকির মুখোমুখি হয়েছেন।   মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় তোলপাড়, তার মাঝেই ফের শাসক দলের নেতাকে হুমকির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
  • Link to this news (আজকাল)