• মুরগির মাংস খাইয়ে পালন করা হল পোষ্য পাঁঠার জন্মদিন, অবাক কান্ড চুঁচুড়ায়...
    আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: নিমন্ত্রিতের সংখ্যা শ'দেড়েক। রীতিমতো প্যান্ডেল খাটিয়ে, কেক কেটে পালন করা হল জন্মদিন। পাত পেরে অতিথিরা খেলেন ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় মিষ্টি এবং আরও অনেক কিছু। মহাধুমধামে পালন করা হল পোষ্য রাজ জন্মদিন। অবাক করা এই কাণ্ড ঘটল  চুঁচুড়া বুনোকালীতলা বালিপুকুর ধার এলাকায়। 

    স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ চ্যাটার্জি জানিয়েছেন, গত বছর ২ জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা তাঁর বন্ধু বাবলু ওঁরাওয়ের বাড়িতে চলে আসে। সেই ঘটনার এক বছর উপলক্ষে ২ জানুয়ারি কেক কেটে পাঁঠার জন্মদিন পালন করা হয়েছে। বাবলু নিঃসন্তান। তাই ওই পোষ্যকে তিনি সন্তানের মত বড় করেছেন। বাবলুর অন্যান্য বন্ধু সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান-সহ আরও বেশ কয়েকজন মিলে ঠিক করেন অনেকেই তো কুকুর বিড়ালের মত পোষ্যের জন্মদিন পালন করে। তাঁরাও যদি বাবলুর পোষ্য পাঁঠা 'রাজা'কে পাওয়ার দিন তার জন্মদিন হিসাবে পালন করেন, তাহলে কেমন হয়। নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে। 

    যেমন ভাবনা তেমনি কাজ। করা হয় সব আয়োজন। বেলুন ও আলো দিয়ে বাড়ি সাজানো হয়। পাঁঠাকে নতুন পোশাক পরানো হয়। কেক কেটে হয় জন্মদিন পালন। কথায় বলে পয়সা থকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তবে এক্ষেত্রে হয়ত আনন্দটাই সব। 

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)