মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার
আজকাল | ০৩ জানুয়ারি ২০২৫
বিভাস ভট্টাচার্য : নিরাপত্তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যদিও এটা তাঁর নিজের জন্য নয়। জেলায় যে সমস্ত পদাধিকারীরা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের সকলের কথাই তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে কৃষ্ণেন্দু বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে একেবারে নিজের এলাকায় খুন হন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকার। তাড়া করে একটি দোকানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনার জন্য জেলা পুলিশের প্রবল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সরকারি মিটিং চলাকালীন তিনি বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ সুপারের ব্যর্থতার কথা তুলে ধরেন। বলেন, দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। যেটা তিনি জানতেন না। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মালদায় যাওয়ার জন্য।
শুক্রবার সরকারি নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণেন্দু জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, যে বা যারা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা সময়ে সময়ে যেন পর্যালোচনা করে সেই অনুযায়ী বাড়ানো বা প্রয়োজনে কমানো হয়। আজকাল.ইন-কে কৃষ্ণেন্দু বলেন, 'বাম আমলে একাধিকবার আমার উপর বোমা বা গুলি নিয়ে হামলা হয়েছে। আমি নিজে এতটুকুও ভয় পাই না। কিন্তু এই ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছি যে বা যারা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা যেন সময়ে সময়ে পর্যালোচনা করা হয়।'
এর পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী এবং মালদার মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান, এই ঘটনার পিছনে যে মাথা রয়েছে তাকে ধরতে হবে। সেইসঙ্গে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি তিনি জানান, বৃহস্পতিবারের ঘটনার পর তিনি তাঁর নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়েছেন যেন নিরাপত্তায় এতটুকু কোথাও ফাঁক না থাকে।
সাবিনা বলেন, 'আমি নিরাপত্তা রক্ষীদের বলতাম আমি যখন কোথাও কোনও সভা করব তখন যেন তাঁরা আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পর আমি সবাইকে ডেকে বলেছি কোনো সময়েই কাছ ছাড়া হওয়া যাবে না।'