নিজস্ব সংবাদদাতা, আসানসোল: শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল আসানসোলের খনি এলাকায়। সাতসকালে একটি পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিস ও উদ্ধারকারী দল। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকার্য।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষ্ম রায় ওই পরিত্যক্ত অবৈধ কয়লাখনিতে পড়ে যায়। খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান। দ্রুত খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার পুলিস এবং উদ্ধারকারী দল।
ইসিএল সূত্রে জানা গিয়েছে, অবৈধ খনির গর্তটি ১০০ ফুটের বেশি গভীর। আপাতত খনির গর্তে আটকে পড়া যুবককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জায়গাটিকে ঘিরে রেখেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত ওই যুবককে বাইরে তুলে আনতে হবে। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়েছে ইসিএলের মাইন রেসকিউ টিমও।