• বুদ্ধগয়ায় যাওয়ার পথে জয়গাঁর হোটেলে মৃত্যু ভুটানের ধর্মযাজকের
    বর্তমান | ০৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: জয়গাঁর একটি হোটেলে ভুটানের ধর্মযাজকের মর্মান্তিক মৃত্যু।  ঘটনা ঘিরে হোটেল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লিফট দুর্ঘটনার জেরে এই মৃত্যু ঘটেছে।

    পুলিস জানিয়েছে, ভুটানের পুনাখার বাসিন্দা ওই ধর্মযাজকের নাম দাওয়া নরবু(৪৫)। সঙ্গীদের সঙ্গে তিনি বুদ্ধগয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁদের দলটি জলপাইগুড়ির জয়গাঁর একটি বিলাসবহুল হোটেলে ওঠেন। বিকাল সাড়ে চারটে নাগাদ তাঁদের আউটিং-এর পরিকল্পনা ছিল। কিন্তু সেই সময় থেকেই নিখোঁজ ছিলেন দাওয়া নরবু। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। আসে পুলিসও। প্রায় সাড়ে  ৮ ঘণ্টা তল্লাশির পর রাতে নিখোঁজ ধর্মযাজকের ক্ষতবিক্ষত মৃতদেহ হোটেলের বেসমেন্ট থেকে উদ্ধার করে পুলিস।

    প্রাথমিক ভাবে পুলিসের তরফে মনে করা হচ্ছে, সম্ভবত লিফ্টের দরজায় যান্ত্রিক ত্রুটি ছিল। তিন তলা থেকে দাওয়া নরবু লিফ্টে ওঠার সময় কোনও কারণে পড়ে যান ও তাঁর মৃত্যু হয়। তবে ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ হওয়ার পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
  • Link to this news (বর্তমান)