• শিশু সুরক্ষায় বড় পদক্ষেপ: হুগলিতে চাইল্ড পর্নোগ্রাফি মামলায় দুই যুবক গ্রেপ্তার
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জানুয়ারি ২০২৫
  • রাজ্যে শিশুদের যৌন শোষণ সম্পর্কিত অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল নিয়ন্ত্রণে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং ও হুগলি গ্রামীণ পুলিশ যৌথভাবে শুরু করেছে এক বিশেষ তদন্ত।

    পুলিশ সূত্রে খবর, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই হুগলির চণ্ডীতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম সুদীপ চক্রবর্তী এবং শুভজিত মুর্মু।

    তদন্তকারীরা জানিয়েছেন, এই দুই যুবক চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭এ/৬৭বি ধারা এবং পকসো আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়েছে।

    পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শিশুদের যৌন শোষণ বা অত্যাচারের কোনও ছবি বা ভিডিও তৈরি করা, শেয়ার করা, বিক্রি করা বা দেখা কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কোনও ঘটনা প্রত্যক্ষ করলে দ্রুত নিকটবর্তী পুলিশ স্টেশন বা সাইবার ক্রাইম উইংয়ের চাইল্ড প্রোটেকশন সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। অভিযোগ দায়ের করার জন্য চালু করা হয়েছে ইমেলও।

    বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য পুলিশের এই পদক্ষেপ শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে শিশু সুরক্ষার প্রশ্নে কোনো রকম আপস করা হবে না। পাশাপাশি, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)