আগে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উড়ালপুলে বাইক স্কুটার চলাচল নিষিদ্ধ ছিল। ২০২৪ এর ডিসেম্বরের তৃতীয় রবিবার উড়ালপুলের বাইক দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত করা হয়। আজ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু এখানেও রয়েছে শর্ত।
বাইকের গতির ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট গতি মেনেই বাইক চালাতে হবে। না হলে হবে জরিমানা। হেলমেট বাধ্যতামূলক। এমনকি আরোহী শিশু হলেও তার মাথায় হেলমেট ব্যবহারের বিজ্ঞপ্তি দিয়ে বড় ফ্লেক্স লাগানো হয়েছে উড়ালপুলের একাধিক ওঠার পয়েন্টে।
মুখ্যমন্ত্রীর মতে, বাইক স্কুটার নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন। সবার গাড়ি কেনার ক্ষমতা নেই। মূলত তারই ইচ্ছায় প্রায় দেড় বছর আগে বিদ্যাসাগর সেতুতে টু হুইলারের ওপর টোল নেওয়া বন্ধ করেছে প্রশাসন। টোল প্লাজায় বাইক স্কুটারের ফ্রি স্কিপ জোন তৈরি হয়েছে।
হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকা থেকে সেক্টর ফাইভ, বাইপাসের একাধিক হাসপাতাল সহ এস এস কে এম হাসপাতালে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই উড়ালপুল। এবার তারই ইচ্ছাকে মান্যতা দিয়ে মা উড়ালপুলে তুলে নেওয়া হল বাইক স্কুটার চলাচলের রাতের নিষেধাজ্ঞা।