• মাস্টারদার পুরো নাম ‘পুষ্পারাজ’ লিখল ছাত্র! বেহাল শিক্ষা! উদ্বেগে সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ০৩ জানুয়ারি ২০২৫
  • সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের খাতা ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল প্রশ্ন এসেছে মাস্টারদার পুরো নাম কী? তার জবাবে এক ছাত্র লিখেছিল, পুসপারাজ। এমন বানানই লিখেছিল ওই ছাত্র। উত্তর সঠিক লেখা তো দূরের কথা, বানানটাও ঠিকভাবে লিখতে পারেনি। কার্যত মাস্টারদার মতো সকলের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীর পুরো নাম হিসাবে যে শব্দ লিখেছিল ওই ছাত্র তা দেখে হতবাক অনেকেই। লজ্জায় মাথা হেঁট হয়েছে অনেকেরই। 

    কেন ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র মাস্টারদার পুরো নাম লিখতে পারেনি তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে মাস্টারদার পুরো নাম হিসাবে সে যখন পুষ্পারাজ শব্দটা লিখেছে তা নিয়ে লজ্জায় মাথা হেঁট অনেকের। 

    ভাইরাল হয়েছে সেই উত্তরপত্র। এদিকে এই ঘটনায় একদিকে যেমন ওই ছাত্রের দুর্বলতার দিকটি সামনে এসেছে। তেমনি এই ঘটনায় বাংলার বর্তমান শিক্ষাব্যবস্থার অত্যন্ত উদ্বেগের দিকটা সামনে আসতে শুরু করেছে। আর সেই উদ্বেগের দিকটা তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সুকান্ত মজুমদার জানিয়েছেন, শিক্ষকরা যদি রাস্তায় আন্দোলনে ব্যস্ত থাকেন তাহলে এরকমই হবে। কোনওদিন পড়ুয়ারা মাস্টারদাকে কেষ্টদা না ডেকে বসে। 

    তবে ক্লাস সিক্সের ছাত্রের এই উত্তরপত্র দেখে অনেকেই হতবাক। মাস্টারদার নামের সঙ্গে পরিচিত নয় ওই ছাত্র। কিন্তু পুষ্পারাজের সঙ্গে পরিচিত। সেখানেও বানানটা ঠিকঠাক লিখতে পারেনি। প্রশ্ন উঠছে একী হাল শিক্ষার। সেই সঙ্গে অনেকের মতে কেবলমাত্র ওই ছাত্রকে কাঠগড়ায় তুলে লাভ নেই। যে শিক্ষকরা তার স্কুলে রয়েছেন তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অত্যন্ত উদ্বেগের ঘটনা। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)